Hot Posts

6/recent/ticker-posts

নীলঘুড়ি ঈদসংখ্যার লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিল্প-সাহিত্যের কাগজ নীলঘুড়ি ঈদসংখ্যা-২০২৫-এর লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী রাজধানীর বনানীতে শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও লেখক এ কে এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনসি’র নির্বাহী প্রধান মাহবুবুল হক, তমুদ্দুন মজলিশের সভাপতি ড. মুহম্মদ সিদ্দিক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ফরিদা হোসেন, পেন ইন্টারন্যাশনালের সভাপতি মাসুদ মান্নান, কবি জাকির আবু জাফর, ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাংবাদিক মুজতাহিদ ফারুকীসহ অনেক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কবি ও সাহিত্যিক। স্বাগত বক্তব্যে অনেকেই সাহিত্য পত্রিকা নীলঘুড়ির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা নীলঘুড়ির সমৃদ্ধ ঈদসংখ্যা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন। এ ধরনের প্রচেষ্ঠা নিয়মিত করার দাবি জানান তারা। বক্তারা বলেন, সময়ের পরিক্রমায় শিল্পের কদর কমে যাচ্ছে। প্রযুক্তি এসে আমাদের পাঠের অভ্যাসও কমিয়ে দিচ্ছে। ভাবনাগুলো যেন সৃজিত হয় আকাশে ওড়া নীলঘুড়ির মতো; সেই প্রচেষ্টা সবার থাকতে হবে। নীলঘুড়ির সম্পাদক শাহানারা স্বপ্না জানান, নীলঘুড়ি আমাদের ভাবনার খোরাক জোগাবে নিয়মিত। তিনি বলেন, আমরা প্রায়শই সাহিত্য আড্ডায় বসব। নীলঘুড়ি আরো ভালো কলেবরে বেরও হবে সকলের অংশগ্রহণে। বিকাল ৪টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বনানীর চেয়ারম্যানবাড়ির একটি সুদৃশ্য বহুতল ভবনের ১১ তলার একটি মিলনায়তন তখন ভিন্ন আবহ পায়। একঝাঁক সৃষ্টিশীল মানুষ যেন আনন্দ, উচ্ছ্বাস ভাগাভাগি করার তাগিদ অনুভব করেন। প্রাণবন্ত অনুষ্ঠানটি শেষ হয় সাড়ে ৭টার দিকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিএনসি’র সচিব মোহাম্মদ ইসমাইল। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla Feed https://ift.tt/Qn89w4G

Post a Comment

0 Comments